গতির খেলা ঘোড়দৌড়

হাওরের ধানখেত এখন খেলার মাঠ। মাঠের চারপাশে কলাগাছ পুঁতে গোলাকার একটি জায়গা চিহ্নিত করা। একদিকে অতিথি মঞ্চ। গোলাকার মাঠে শত শত মানুষও গোল হয়ে বসে-দাঁড়িয়ে উপভোগ করে এ আয়োজন। মাঠের মাঝখান দিয়ে দুরন্ত গতিতে ছুটছে ঘোড়া। দৃষ্টি সবার গতিময় ঘোড়ার দিকে। ঝুঁকি থাকলেও ঘোড়ার পিঠে বসানো হয় শিশু ঘোরসওয়ার। ঘোড়ার গতি বাড়াতে চলে চাবুকের ঘা। চাবুকের আঘাতে দৌড়াতে থাকে ঘোড়া। বাড়তে থাকে গতি। যে ঘোড়া নির্দিষ্ট স্থানে আগে পৌঁছাবে, সেই ঘোড়া বা ঘোড়ার মালিককে জয়ী ঘোষণা করা হয়। এরই নাম ঘোড়দৌড়। সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এই ঘোড়দৌড়। লোকমুখে এমন আয়োজন ঐতিহ্যবাহী। সম্প্রতি সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও মাঠে এলাকাবাসীর আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। দুই দিনের আয়োজনে অংশ নেয় ৪০টি ঘোড়া। প্রতিযোগিতা শেষে ঘোড়ার মালিকদের পুরস্কার হিসেবে প্রদান করা হয় মুঠোফোন, সিলিং ফ্যান, ছাতা।

ঘোড়া নিয়ে প্রতিযোগিতার মাঠে আসছেন ঘোড়ার মালিক
ঘোড়া নিয়ে প্রতিযোগিতার মাঠে আসছেন ঘোড়ার মালিক
ঝুঁকি থাকলেও ঘোড়সওয়ার হিসেবে ব্যবহার করা হয় শিশুদের। সওয়ারকে পরামর্শ দিচ্ছেন একজন
শুরু হয়েছে প্রতিযোগিতা
চলছে হাড্ডাহাড্ডি প্রতিযাগিতা
ঘোড়দৌড় উপভোগ করছেন লোকজন
আয়োজনে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল
কে যাবে কার আগে, চলছে সেই প্রতিযোগিতা
গরু নিয়ে রাখাল বালক দাঁড়িয়ে দেখছে ঘোড়দৌড়
ঘোড়ার নাম রাজা। এমন বাহারি নাম থাকে সব ঘোড়ার
দুরন্ত গতিতে ছুটছে ঘোড়া
দুই ঘোড়াকে পিছে ফেলে ঘোড়সওয়ারের উল্লাস
পুরস্কার নিয়ে ঘোড়াসহ মাঠ ত্যাগ করছেন তাঁরা