দর্শনার্থীদের অনেকেই ব্যবহারের পর মুখের মাস্ক ছুড়ে ফেলেন পানিতে।
দর্শনার্থীদের অনেকেই ব্যবহারের পর মুখের মাস্ক ছুড়ে ফেলেন পানিতে।

আবর্জনায় ভরা ধানমন্ডি লেক

ঢাকা শহরের লেকগুলোর মধ্যে অন্যতম ধানমন্ডি লেক। লেক ঘিরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পার্ক। রোজ সকাল–বিকেল অসংখ্য মানুষ হাঁটতে ও ঘুরতে আসে এখানে। অনেকে নিজের অজান্তেই ময়লা–আবর্জনা ফেলে যায় লেকের পানিতে। এ কারণে পানি দূষিত হচ্ছে। নান্দনিকতা হারাচ্ছে লেক। ধানমন্ডি লেক ঘুরে গতকাল শুক্রবার ছবিগুলো তুলেছেন আবীর আবদুল্লাহ।

দর্শনার্থীদের ফেলা ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে রাজধানীর ধানমন্ডি লেকের পানি।
মানুষের ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্যসামগ্রী ভাসছে পানিতে।
খাওয়ার পর প্যাকেট, প্লাস্টিকের ব্যাগ ফেলা হচ্ছে লেকের পানিতে।
লেকের পাড় ভরে আছে ময়লা-আবর্জনায়।
রাবারের জুতা, স্যান্ডেলসহ অপচনশীল দ্রব্য ভাসছে লেকের পানিতে।
পুরোনো টায়ার পানিতে দূষণ বাড়াচ্ছে।
লেকের একটি অংশে আবর্জনার মধ্যেই ফুটেছে শাপলা।
দর্শনার্থীদের অনেকেই ব্যবহারের পর মুখের মাস্ক ছুড়ে ফেলেন পানিতে।
লেকের আশপাশে বসবাসরত অনেকেই ঘরবাড়ির আবর্জনা ফেলেন লেকে।
লেকের পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা অপচনশীল দ্রব্য।
লেকের গাছ ও ডালপালা ভেঙে পড়ে আছে পানিতে।
নোংরা পানির ওপরই ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা।