আতশবাজিতে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল এবং পদ্মা সেতু এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা ও আতশবাজির উৎসব আয়োজন করা হয়েছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় আকাশে তৈরি হয় শৈল্পিক দৃশ্য।

চারদিকের বাতি নিভিয়ে আকাশে একের পর এক আতশবাজি। হাতিরঝিল, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
লেকের পানিতে আলোর প্রতিবিম্ব। আতশবাজিতে আকাশ ভরা। হাতিরঝিল, ঢাকা
একের পর এক আতশবাজি ছুটছে আকাশে। হাতিরঝিল, ঢাকা
আতশবাজির আলোর ছটা যেন ডানা মেলে উঠছে আকাশে। হাতিরঝিল, ঢাকা
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আতশবাজি। মাওয়া, শিমুলিয়া, মুন্সিগঞ্জ
পদ্মা সেতু ঘিরে নানা আলোকসজ্জা। মাওয়া, শিমুলিয়া, মুন্সিগঞ্জ