চরাঞ্চলে মহিষ পালন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা গ্রোয়েনের অদূরে চর বাটিয়া। পাশেই চর শালুকা ও কুঁড়িপাড়ার বিস্তীর্ণ চরাঞ্চল। চরাঞ্চলজুড়েই মরিচ, বাদাম, মাষকলাই, মিষ্টিকুমড়া, মসুর ডালের খেত। আবার কোথাও ধু ধু বালুচর। সেখানে মহিষ লালন–পালন করেন যমুনার চরাঞ্চলের মানুষেরা।

বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষ চরাতে নিয়ে যাচ্ছেন রাখালেরা।
বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষ চরাতে নিয়ে যাচ্ছেন রাখালেরা।
উঁচু-নিচু পথে মহিষের পাল সামাল দিচ্ছেন রাখালেরা।
মহিষের পালে রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের মহিষ। তাড়িয়ে তাড়িয়ে এগিয়ে নিচ্ছেন এক রাখাল।
ধু ধু বালুচর মাড়িয়ে যাচ্ছে মহিষের পাল।
লাঠি হাতে মহিষের সঙ্গে রাখালের দৌড়।
সবজির খেতের দিকে তেড়ে যাচ্ছে মহিষের পাল। আটকানোর চেষ্টায় মত্ত এক রাখাল।
উঁচু চরে দল বেঁধে উঠে যাচ্ছে এক পাল মহিষ।
কাঁধে কাপড়-খাবার নিয়ে মহিষ চরাচ্ছেন এক রাখাল।
ধু ধু বালু চরে ছুটে চলছে মহিষের পাল।