বড়দিনের প্রস্তুতি

যিশুখ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ উৎসব উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন চার্চ, পাঁচ তারকা হোটেল, শপিং মল সাজানো হয়েছে বর্ণিল সাজে। সান্তা ক্লজ, উপহার সাজিয়ে রঙিন আলোয় সাজানো হচ্ছে সব জায়গা।
বড়দিন উপলক্ষে চার্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হলি রোজারি চার্চ, তেজগাঁও, ঢাকা
ছবি: দীপু মালাকার
চার্চের ভেতরে সাজসজ্জার কাজ। হলি রোজারি চার্চ, তেজগাঁও, ঢাকা
বড়দিন উপলক্ষে চার্চকে সাজানো হচ্ছে রঙিন সাজে। হলি রোজারি চার্চ, তেজগাঁও, ঢাকা
বড়দিন সামনে রেখে গির্জাগুলোতে আলোকসজ্জা। সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জা, কাকরাইল, ঢাকা
আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে গীর্জার ভেতরের বিভিন্ন জায়গা। সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জা, কাকরাইল, ঢাকা
বড়দিন উপলক্ষে হোটেলে সাজসজ্জার কাজ করছেন দুই কর্মী। পেনিনসুলা হোটেল, চট্টগ্রাম
পাঁচ তারকা হোটেলে প্রতীকী ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। র‌্যাডিসন ব্লু, চট্টগ্রাম
পেনিনসুলা হোটেলের স্কাই লাউঞ্জে রাখা হচ্ছে ক্রিসমাস গিফট। পেনিনসুলা হোটেল, চট্টগ্রাম
বড়দিন উপলক্ষে নান্দনিক সাজে সেজেছে শপিং মল। এসব সাজ দেখতে ভিড় করছেন শপিং মলে আসা ক্রেতারা। বালি আর্কিড শপিং মল, চকবাজার, চট্টগ্রাম
বড়দিন উৎসবের আগে নানা আয়োজনে প্রাক্‌-বড়দিন উৎসবের আয়োজন করে পাবনা ব্যাপ্টিস্ট চার্চ। অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে উপহারের বাক্স তুলে দিতে হাজির হন সান্তা ক্লজ। পাবনা ব্যাপ্টিস্ট চার্চ, পাবনা