ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সড়ক ও বাড়িতে লক্ষণীয় সংখ্যক গাছ উপড়ে পড়েছে। অথচ এ ধরনের সাধারণ ঝড়ে অতীতে কখনো এত গাছ উপড়ে পড়েনি। প্রকৃতি ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার। রাজধানীসহ দেশের অন্তত ২০ জেলায় বাড়ি ও উম্মুক্ত স্থানে, বিশেষ করে, পার্ক ও সামাজিক বনায়ন হয়েছে এমন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। সেই সঙ্গে বৃষ্টিসহ দমকা বাতাসের কারণে আমন ধানগাছগুলো হেলে পড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে আমন খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। সুন্দ্রাগাঁও হাওর, গোয়াইনঘাট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
ঘূর্ণিঝড়ে কাঁচা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ারণ, বরমী, শ্রীপুর, গাজীপুর
ঝড়ে বাকেরগঞ্জ-বেতাগী-বরগুনা সড়কের ওপর পড়ে আছে রেইনট্রি গাছ। যানবাহন চলাচল সচল করার জন্য সে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। পূর্ব মহেশপুর, পাদ্রিশিবপুর, বাকেরগঞ্জ, বরিশাল
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের খেত। শিষ বের হওয়া ধান তোলার চেষ্টা করছেন এক কৃষক। পিয়ারপুর, ফরিদপুর
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে। বরগুণা, বরিশাল
ঝড়ের কবলে পড়ে কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়ের দুইশ বছরের ঐতিহ্য বটগাছটি উপড়ে পড়েছে। বটতলা মোড়, কিশোরগঞ্জ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর বাউফল উপজেলায় গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। ধানদী, চন্দ্রদ্বীপ, পটুয়াখালী
ঝোড়ো হাওয়ায় কৃষক শৈলাশ চন্দ্র দাসের জমির ধান নুয়ে পানিতে ভাসছে। সে ধানগাছ সোজা করে বেঁধে দিচ্ছেন তিনি। গণ্ডগ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া
ঝড়ের কবলে ভোলার সরকারি উচ্চবিদ্যালয়ের একটি রেইনট্রি ভেঙে পড়েছে। ভোলা
ঝোড়ো হাওয়ায় আমন ধান জমিতে নুয়ে পড়েছে। মহেষখালীয়াপাড়া, টেকনাফ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের ওপরে গাছ উপড়ে পড়ে। সাইন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা