ছবিতে নেপালে বিধ্বস্ত উড়োজাহাজ

নেপালের কাঠমান্ডু থেকে পর্যটন নগরী পোখারায় যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজে ১৫ বিদেশিসহ ৬৮ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

পশ্চিম নেপালের পোখারায় দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলো মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে
ছবি: রয়টার্স
ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করছেন উদ্ধারকর্মীরা
দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে আছে উড়োজাহাজের ধ্বংসাবশেষ
দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা
দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজনদের আহাজারি
পোখারার একটি হাসপাতালের বাইরে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কান্না
দুর্ঘটনায় নিহত একজনের স্বজন কাঁদছেন। পোখারার একটি হাসপাতালের বাইরে
ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ টেনে তুলছেন উদ্ধারকর্মীরা
ধ্বংসস্তূপে পরিণত হওয়া উড়োজাহাজের একাংশ। চলছে উদ্ধার তৎপরতা
পোখারায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত একটি শোক ও প্রতিবাদ সভায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় আগত অনেকে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।