পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর, মহাসড়ক। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। দুর্ভোগে পড়েছে লাখো পানিবন্দী মানুষ। আজ শুক্রবার দুপুরে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার চিত্র।
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক প্লাবিত ঢলের পানিতে। গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছে মানুষ। মিত্রীমহল এলাকা, গোয়াইনঘাটবৃষ্টি-বন্যায় ভোগান্তিতে পথচলতি মানুষ। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক, মিত্রীমহল, গোয়াইনঘাটবন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। বাড়ির ছাদে দাঁড়িয়ে পানিবন্দী মানুষ। মিত্রীমহল, গোয়াইনঘাটবাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে যাচ্ছে মানুষ। সালুটিকর এলাকা, গোয়াইনঘাটসিলেট-কোম্পানীগঞ্জ সড়ক উপচে পড়ছে পানি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলেছে মানুষ। মিত্রীমহল, গোয়াইনঘাটপানি ভেঙে চলেছেন এক ব্যক্তি। মিত্রীমহল, গোয়াইনঘাটশিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছেন এক অভিভাবক। সালুটিকর, গোয়াইনঘাটসিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক ধরে নিরাপদ স্থানে যাচ্ছেন দুজন। বর্ণি এলাকা, কোম্পানীগঞ্জপানির তোড়ে পড়ে গেছে ট্রাক। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক, বর্ণি এলাকা, কোম্পানীগঞ্জবসতঘর ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে স্বজনের বাড়িতে যাচ্ছেন আবদুল্লাহ। বর্ণি এলাকা, কোম্পানীগঞ্জ