সারা দেশে বর্ষার পানি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে গেছে পথঘাট। বিপাকে পড়েছে মানুষ। পানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। কোথাও কোথাও নৌকা চলতে দেখা গেছে। গতকাল শুক্রবারের চিত্র।

নেত্রকোনার কলমাকান্দার ৩৪৩টি গ্রামই বন্যার পানিতে প্লাবিত। জেলার সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক, বাহাদুরকান্দা
বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর গ্রামের মানুষ নৌকায় অবস্থান করছে
রংপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শংকরদহ গ্রামে তিস্তা নদীতে বন্যার সঙ্গে যুক্ত হয়েছে ভাঙন। বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন ভাঙনের কবলে পড়া মানুষ। নৌকায় করে আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী নিয়ে আশ্রয়ে যাচ্ছেন মশিয়ার রহমান ও রোকসানা বেগম দম্পতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরোনো বাজারের সুপারমার্কেট পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি দোকানেও পানি ওঠায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কসবা ১ নম্বর সুপারমার্কেটে, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, ব্রাহ্মণবাড়িয়া
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের নালিতাবাড়ী শহরের ভোগাই নদের বাঁধ ভেঙে ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের স্রোতে সড়ক উপচে পানি প্রবাহিত হওয়ায় নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে চলাচলে মানুষ দুর্ভোগে পড়েছেন। গড়কান্দা, নালিতাবাড়ী, শেরপুর
নেত্রকোনার কলমাকান্দায় থইথই পানি। দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। কলমাকান্দা, নেত্রকোনা