প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলাসহ মাদকমুক্ত পরিবেশের কারণে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে সাজেকে যান পর্যটকেরা। সাজেকের অবস্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। এখানে শতাধিক রিসোর্ট ও কটেজে দুই হাজারের বেশি পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। সম্প্রতি সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা
ব্যাম্বো–টি খাচ্ছেন এক দম্পতিচারদিকে সবুজে আবৃত পাহাড়সবুজ পাহাড়ের মাঝে রয়েছে কটেজ, রিসোর্ট ও বসতি প্রকৃতি দেখে মনে হবে, যেন শীতের কুয়াশাঢাকা পাহাড়। এখনই সকাল–বিকেল এ দৃশ্যের দেখা মেলে সাজেকে মুঠোফোনে মুহূর্ত ধারণ করে রাখছেন পর্যটকপাহাড়ের ওপর মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে মানুষ দূর থেকে দেখে মনে হবে, যেন কেউ বিশাল ছাতা মেলে ধরেছেন। আসলে সবুজে ঘেরা পাহাড়চূড়ায় তৈরি করা হয়েছে পর্যটকের জন্য রাতযাপনের কটেজদুপুরে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই থেমে যায় বৃষ্টি। এরই কিছুক্ষণ পর কুয়াশাঝড়ে ঢেকে যায় পুরো পর্যটন এলাকাসহ আশাপাশের সবুজ পাহাড়। এ কুয়াশাঝড় উপভোগ করতে বের হয়েছেন কয়েকজনঘুরতে আসা পর্যটক এভাবেই আনন্দ–উল্লাস করছেনচাঁদের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরাসিঁড়ির শেওলা ও ময়লা–আবর্জনা পরিষ্কার করছেন চাম্পারি রিসোর্টের কর্মচারীরা জুমঘরের আদলে তৈরি করা হয়েছে রিসোর্টের বিশাল ভোজনশালামেঘপাহাড় ডিঙিয়ে ডুব দিচ্ছে শেষ বিকেলের সূর্য সকালের মেঘ আর পাহাড়ের মিতালি উপভোগ করছেন পর্যটক দম্পতি