রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। গাড়িচালক রাসেল খানকে আটক করেছে পুলিশ। সিটি করপোরেশনের ওই ময়লার গাড়ি জব্দ করা হয়েছে। সহপাঠীর মৃত্যুর ঘটনায় মতিঝিল, গুলিস্তান ও নগর ভবনের সামনে বিক্ষোভ করেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।
নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ছবি দেখছেন সহপাঠীরানাঈম হাসানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা শাহ আলমপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেন মতিঝিল এলাকায়বিচারের দাবিতে মতিঝিলে শ্লোগান দেন শিক্ষার্থীরাগুলিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভসড়ক অবরোধ করে বিক্ষোভনিরাপদ সড়কের দাবিতে গুলিস্তানে এক শিক্ষার্থীর প্রতিবাদনাঈমের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গুলিস্তানে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরানগর ভবনের (দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়) সামনে প্রতিবাদী বিক্ষোভে শিক্ষার্থীরাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈমের নিথর দেহনাঈমের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে শ্লোগান দেন সহপাঠীরা।