পিঠা শুধু এখন আর বাড়িতেই তৈরি হয় না, শহরের মোড়ে মোড়ে পিঠা তৈরি ও বিক্রি হয়। এর মধ্য বেশ কদর ভাপা পিঠার। সাতমাথা, বগুড়া, ২৮ নভেম্বর
পিঠা শুধু এখন আর বাড়িতেই তৈরি হয় না, শহরের মোড়ে মোড়ে পিঠা তৈরি ও বিক্রি হয়। এর মধ্য বেশ কদর ভাপা পিঠার। সাতমাথা, বগুড়া, ২৮ নভেম্বর

শীতের আমেজ

প্রকৃতিতে শীত জেঁকে বসেছে। দেশের উত্তরাঞ্চলে রীতিমতো শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। চলতি শীতে ২৮ নভেম্বর প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যা নামতেই ঝুপ করে ঠান্ডা কাবু করে বসে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় শীতের অনুষঙ্গ খেজুরের রস ও পিঠা খাওয়ার ধুম পড়েছে। শীত নিয়ে প্রথম আলোর প্রতিনিধি ও আলোকচিত্রীদের পাঠানো ছবি।

শীতের পিঠা তৈরি করতে ঢেঁকিতে চাল গুঁড়া করছেন দুই মারমা নারী। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২৯ নভেম্বর
পিঠা শুধু এখন আর বাড়িতেই তৈরি হয় না, শহরের মোড়ে মোড়ে পিঠা তৈরি ও বিক্রি হয়। এর মধ্য বেশ কদর ভাপা পিঠার। সাতমাথা, বগুড়া, ২৮ নভেম্বর
তৈরি হচ্ছে চিতই পিঠা। কয়েক ধরনের ভর্তা দিয়ে খাওয়া হয়। সাতমাথা, বগুড়া, ২৮ নভেম্বর
সমতলের তুলনায় পাহাড়ে শীত আসে আগে। তাই পাহাড়ি অঞ্চলে এখন লেপ ছাড়া চিন্তাই করা যায় না। লেপের কারখানা থেকে চাঁদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় লেপ নিয়ে যান ব্যবসায়ীরা। চেঙ্গী সেতু, খাগড়াছড়ি, ২৮ নভেম্বর
কুমিল্লা নগরের বিভিন্ন অলিগলিতে বসেছে অস্থায়ী পিঠার দোকান। এই দোকানগুলোয় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা। বাদুড়তলা, কুমিল্লা, ২৮ নভেম্বর
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিনভর ঘন কুয়াশা। মহাসড়কের সব গাড়িকে দিনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক, ২৮ নভেম্বর
শীতের আকর্ষণ খেজুরের রস। গাছি মিজানুর রহমান রস সংগ্রহ করে বাজারে যাচ্ছেন বিক্রি করতে। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২৭ নভেম্বর। ছবি: প্রথম আলো সমতলের তুলনায় পাহাড়ে শীত আসে আগে। তাই পাহাড়ি অঞ্চলে এখন লেপ ছাড়া চিন্তাই করা যায় না। লেপের কারখানা থেকে চাঁদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় লেপ নিয়ে যান ব্যবসায়ীরা। চেঙ্গী সেতু, খাগড়াছড়ি, ২৮ নভেম্বর