রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শ্রমিকদের। এরপর মিছিল নিয়ে মিরপুর ১৪ নম্বর কাফরুলে সড়ক অবরোধ করেন তাঁরা। বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করায় এক শ্রমিককে মারধর করেন একদল লোক। এর প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা পুলিশ বক্স ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।