ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে কোনো নিয়ম মানা হচ্ছে না। গতকাল রোববার মহাসড়কের এই অংশে গিয়ে দেখা যায়, উল্টো পথে গাড়ি চলছে। পথচারীরা পদচারী-সেতু ব্যবহার করছেন না। চলছে নিষিদ্ধ তিন চাকার গাড়ি ( সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, ব্যাটারিচালিত রিকশা)। মহাসড়কের পাশে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস পার্ক করে রাখা হয়েছে। মোটরসাইকেল ও সাইকেলের চালকেরা ইচ্ছেমতো রাস্তা পার হচ্ছেন। মহাসড়কে এসব অনিয়মের ছবি তুলেছেন কৃষ্ণ চন্দ্র দাস ও ইকবাল হোসেন।