ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে কোনো নিয়ম মানা হচ্ছে না। গতকাল রোববার মহাসড়কের এই অংশে গিয়ে দেখা যায়, উল্টো পথে গাড়ি চলছে। পথচারীরা পদচারী-সেতু ব্যবহার করছেন না। চলছে নিষিদ্ধ তিন চাকার গাড়ি ( সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, ব্যাটারিচালিত রিকশা)। মহাসড়কের পাশে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস পার্ক করে রাখা হয়েছে। মোটরসাইকেল ও সাইকেলের চালকেরা ইচ্ছেমতো রাস্তা পার হচ্ছেন। মহাসড়কে এসব অনিয়মের ছবি তুলেছেন কৃষ্ণ চন্দ্র দাস ও ইকবাল হোসেন।
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে সড়কের পাশে অবৈধভাবে পার্ক করা হয়েছে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানমহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাথর। ঘটতে পারে দুর্ঘটনাযেখানে-সেখানে ইউটার্ন নেওয়ার প্রবণতা চালকেরএকটু দূরেই পদচারী-সেতু। তবু ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন অনেকে। মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরবাজার এলাকায়মহাসড়কে অবাধে চলছে মোটরসাইকেল। চালকের হেলমেটও নেই। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছেন আরোহী। দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরবাজার এলাকায়মহাসড়কে চলছে অবৈধ তিন চাকার যান। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়