বেহাল নদী

আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু—এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদীগুলোর বেহাল দশা। দখল-দূষণে নদী খুঁজে পাওয়াই দায়। দেখভালের অভাবে পলি জমে তৈরি হয়েছে চর।

কুমিল্লা পুরাতন গোমতী নদী। আবর্জনার স্তূপে ভরা। চানপুর এলাকা, কুমিল্লা
 ছবি: এম সাদেক
চিত্রা নদীর পাড়ে বর্জ্যের স্তূপ। বাঘারপাড়া বাজার এলাকা, যশোর
বরিশালের অন্যতম নদী কীর্তনখোলার তীর দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। আগের তুলনায় ছোট হয়ে আসছে নদীর বিভিন্ন অংশ। ডিসি ঘাট এলাকা, বরিশাল নগর
সিলেট নগরের মাঝখান দিয়ে প্রবহমান সুরমা নদী। নদীতেই ফেলা হয় সব ধরনের বর্জ্য। আবর্জনা ও পলি জমে নাব্যতা হারাচ্ছে নদীর একাংশ। কাজীরবাজার এলাকা, সিলেট
দীর্ঘস্থায়ী আবর্জনায় নদীতে তৈরি হয়েছে ঝোপঝাড়। কালীঘাট, সিলেট
রংপুরের ঘাঘট নদে বেহাল দশা। নাব্যতা হারিয়ে পলি জমে উঁচু হয়ে আছে নদের মাঝখানে। নিসবেতগঞ্জ, রংপুর
পলি জমে চর তৈরি হয়েছে কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায়। ফিশারিঘাট, চট্টগ্রাম
8. নদীর পাড়ে পলি জমে চর তৈরি হয়, সেখানে দখল করে তৈরি হয় বিভিন্ন ঘরবাড়ি। রূপ নেয় স্থায়ী দখলে। সরু হয়ে পড়ে নদীর এলাকা। ফিশারিঘাট, চট্টগ্রাম
বুড়িগঙ্গার বুকে নৌযানের ইঞ্জিন চালু হলে এভাবে তৈরি হয় ফেনা, আর বাতাসে ছড়ায় দুর্গন্ধ। ইসলামবাগ, ঢাকা
দখল-দূষণে দিন দিন নাব্যতা হারাচ্ছে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। বছরের এ শুষ্ক সময়ে পলি জমা নদীর তলদেশের বিভিন্ন জায়গা দৃশ্যমান হয়। ফরাশগঞ্জ এলাকা, ঢাকা