আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু—এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদীগুলোর বেহাল দশা। দখল-দূষণে নদী খুঁজে পাওয়াই দায়। দেখভালের অভাবে পলি জমে তৈরি হয়েছে চর।