প্রথম আলোর কার্যালয়ে সিমিন রহমান

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান আজ মঙ্গলবার বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যমটির কার্যালয় পরিদর্শনে আসেন। নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান প্রথম আলোর কর্মীরা। এরপর ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রথম আলোর ঢাকা কার্যালয়ের কর্মীরা অনলাইনে যুক্ত ছিলেন।

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ একটি দল প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে আসেন
নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর কর্মীরা
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ফুল দিয়ে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানকে শুভেচ্ছা জানান
সংগীত পরিবেশন করেন প্রথম আলোর কর্মীরা
প্রথম আলোর কর্মীদের পরিবেশনা দেখছেন সিমিন রহমান
প্রথম আলোর কর্মীদের পরিবেশনা দেখছেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ অন্যরা
প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান
প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সম্পাদক মতিউর রহমান
মতবিনিময় সভায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান
প্রথম আলোর কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান
প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের হাতে
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান প্রথম আলোর কার্যালয় ঘুরে দেখেন
চরকির কার্যালয় ঘুরে দেখেন সিমিন রহমান
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানকে স্বাগত জানিয়ে নৃত্য পরিবেশন করেন চরকির কর্মীরা
প্রথম আলো কার্যালয় ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলে বিদায় নেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান