প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান আজ মঙ্গলবার বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যমটির কার্যালয় পরিদর্শনে আসেন। নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান প্রথম আলোর কর্মীরা। এরপর ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রথম আলোর ঢাকা কার্যালয়ের কর্মীরা অনলাইনে যুক্ত ছিলেন।