নির্বাচনে অস্ত্রধারীদের মহড়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ব্যক্তির কাছে দেখা যায় বিভিন্ন ধরনের অস্ত্র। আজ সোমবার সকালের চিত্র।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতার হোসেনের এক অনুসারীর হাতে আগ্নেয়াস্ত্র। খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের সামনে
খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের সামনের পুকুরপাড়ে অস্ত্র হাতে যুবক
হেলমেট পরে ইউনিয়ন পরিষদ কেন্দ্রের সামনে অস্ত্র হাতে ছুটছেন এক ব্যক্তি
গুলি করতে উদ্যত স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এক অনুসারী। খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে
জসিম উদ্দিনের অনুসারীদের বন্দুক, রামদা ও লাঠি হাতে ধাওয়া করছেন আকতার হোসেনের কয়েকজন অনুসারী
খাগরিয়া গনিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কৃষিজমিতে অস্ত্র হাতে মহড়া কয়েকজনের
কাঠের চ্যালা, বাঁশ আর আগ্নেয়াস্ত্র হাতে আরও কয়েকজন। খাগরিয়া গনিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে