নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন বাজার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই মানহীন দ্রব্য কিনতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ অল্প কিছু কিনে মেটাচ্ছেন প্রয়োজন। রাজধানীর কাপ্তান বাজার, হাতিরপুল বাজার ও কারওয়ান বাজার ঘুরে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন বাজারের এ ছবির গল্প তৈরি করা হয়েছে।

গুলিস্তান এলাকার ফেরিওয়ালা আবদুর রাজ্জাক মাছ কিনতে কাপ্তান বাজারে এসেছেন। প্রথমে কয়েকটি দোকান ঘোরার পরও নিজের ক্রয়ক্ষমতার বাইরে থাকায় পছন্দসই মাছ কিনতে পারেননি তিনি। পরে এক দোকানে ১০০ টাকার এক ভাগ পাঙাশ ৮০ টাকা বললেও বিক্রেতা রাজি না হওয়ায় তা কেনা হয়নি তাঁর
 গুলিস্তান এলাকার ফেরিওয়ালা আবদুর রাজ্জাক মাছ কিনতে কাপ্তান বাজারে এসেছেন। প্রথমে কয়েকটি দোকান ঘোরার পরও নিজের ক্রয়ক্ষমতার বাইরে থাকায় পছন্দসই মাছ কিনতে পারেননি তিনি। পরে এক দোকানে ১০০ টাকার এক ভাগ পাঙাশ ৮০ টাকা বললেও বিক্রেতা রাজি না হওয়ায় তা কেনা হয়নি তাঁর
হাতিরপুল বাজারে আসা এক ক্রেতাকে দ্রব্যের ক্রয় ও বিক্রয়মূল্যের তালিকা দেখাচ্ছেন বিক্রেতা
রাজধানীর কারওয়ান বাজারে তরিতরকারি কিনছেন ক্রেতারা।
আংশিক নষ্ট হয়ে যাওয়া তরিতরকারিসহ নানা ধরনের সবজি বিভিন্ন আড়ত থেকে সংগ্রহের পর কারওয়ান বাজারের ফুটপাতের পাশে সেগুলো বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। এসব তরকারির অন্যতম ক্রেতা হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা
কারওয়ান বাজারের ফুটপাতে বসা বিক্রেতার কাছ থেকে ২০ টাকায় ১টি কুমড়া কিনছেন একজন
হাতিরপুল বাজারে টাঙানো দ্রব্যের মূল্যতালিকার ছবি নিজের মুঠোফোনে তুলছেন এক ব্যক্তি
ফুটপাতে বসা বিক্রেতার কাছ থেকে এক ভাগ আম কিনছেন এক ব্যক্তি