দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই মানহীন দ্রব্য কিনতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ অল্প কিছু কিনে মেটাচ্ছেন প্রয়োজন। রাজধানীর কাপ্তান বাজার, হাতিরপুল বাজার ও কারওয়ান বাজার ঘুরে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন বাজারের এ ছবির গল্প তৈরি করা হয়েছে।