হাটে বিক্রির জন্য ছোট–বড় ডালা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।
হাটে বিক্রির জন্য ছোট–বড় ডালা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।

ধাপের হাটের বাঁশশিল্প

উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ধাপের হাট। এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটি দ্রব্য ও পণ্য কেনাবেচার জন্য আলাদা আলাদা স্থান আছে। হাটটি সৃষ্টির পর থেকেই সেখানে বাঁশের তৈরি বাহারি পণ্য কেনাবেচা হয়। সংসারে নিত্যপ্রয়োজনীয় বাঁশের তৈরি পণ্যের জিনিসপত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এসব পণ্য কেনার জন্য ধাপের হাটে দূরদূরান্ত থেকে মানুষেরা চলে আসেন। আসুন, দেখে নেওয়া যাক ধাপের হাটের কিছু চিত্র।

হাটে বাঁশের ডালা নিয়ে এসেছেন জোবাইদুল ইসলাম। ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন তিনি।
বাঙালির ঐতিহ্যের অন্যতম বাহক বাঁশশিল্প। ধাপের হাটে সেই অভিজ্ঞতা নিতে পারেন ক্রেতারা।
গৃহিণীদের ধান–চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলা। সেগুলো দিয়ে দোকান সাজিয়েছেন এক বিক্রেতা।
প্রখর রোদে মাথাল মাথায় দিয়ে মাছ ধরার পলইয়ের পসরা সাজিয়েছেন এক ব্যক্তি।
চালন বিক্রি হয়ে গেছে। ক্রেতাকে দেওয়ার আগে শক্ত করে সেলাই করে দিচ্ছেন বিক্রেতা।
এখন বর্ষাকাল। বর্ষার বৃষ্টিতে খাল–বিল পানিতে টইটম্বুর। বেড়েছে মাছ ধরার পলইয়ের চাহিদা। সেই পলই হাটে দরদাম করে কিনছেন ক্রেতারা।
হাটে গিয়ে ডালা কিনছেন এক ব্যক্তি।
হাটে বিক্রির জন্য ছোট–বড় ডালা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।