দূষণ বাড়াচ্ছে সাভারের ট্যানারি শিল্প

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরিয়ে নেওয়া হয়েছে সাভারে। এরপরও চামড়াশিল্প ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি। ট্যানারির বর্জ্যে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী নদী। কারখানার তরল বর্জ্য সরাসরি মিশছে নদীটির পানিতে। চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) থেকে যে পানি নদীতে ফেলা হচ্ছে, তাতেও মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে। এসবের মধ্যেই কাজ করে যাচ্ছেন ট্যানারির শ্রমিকেরা। সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগর ঘুরে ছবিগুলো তোলা হয়েছে।

সাভারের চামড়াশিল্প নগরের প্রধান ফটক।
বিভিন্ন কারখানার তরল বর্জ্য এভাবেই সরাসরি মিশছে ধলেশ্বরী নদীতে
রাস্তার ওপর শুকানো হচ্ছে চামড়া
রাসায়নিকে ডুবিয়ে রাখা চামড়া ওঠানো হচ্ছে
চামড়া শুকানোর কাজে ব্যস্ত এক শ্রমিক
চামড়াশিল্প নগরের ভেতরে রাস্তায় ফেলে রাখা হয়েছে বিভিন্ন কারখানার বর্জ্য
শুকনো চামড়ার গুঁড়া স্তূপ করে রাখছেন দুই শ্রমিক
ফটকে লাগানো মহিষের শিং