চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ৬০ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনো থেমে থেমে আগুন জ্বলছে সেখানে। জ্বলতে থাকা কনটেইনারগুলোর ওপর দিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কনটেইনারগুলোর ওপর পানি ছিটিয়ে চলেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আজ মঙ্গলবার বলেন, এখনো ২৮টি কনটেইনারের মধ্যে তাঁরা অনবরত পানি ছিটিয়ে চলেছেন। উত্তপ্ত হয়ে আছে কনটেইনারগুলো। এর মধ্যে রাসায়নিকভর্তি কনটেইনারও আছে। তবে সেগুলো এখনো চিহ্নিত করা যায়নি।