করোনা মহামারির অর্থনৈতিক ধাক্কায় অবস্থা নাজুক হয়েছে অনেকেরই। এর মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে। কম দামে এসব পণ্য কিনতে প্রতিদিনই টিসিবির ট্রাকের সামনে ভিড় লেগেই থাকে। ভোজ্যতেলের দাম বাড়ায় এই ভিড় আগের চেয়ে বেড়েছে। টিসিবির ট্রাকের অপেক্ষায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রেতারা। পণ্য নিয়ে ট্রাকটি যাচ্ছিল রেল ভবনের দিকে। ট্রাকের যাওয়া দেখে লাইনে অপেক্ষা করা লোকগুলো ভোঁ–দৌড় দেন ট্রাকের দিকে। পরে ট্রাকটি রেল ভবনের কাছেই দাঁড়িয়ে যায়। লম্বা লাইনে দাঁড়ানোর পর পণ্য দেওয়া শুরু করেন বিক্রয়কর্মীরা।
সকাল আটটা থেকে অপেক্ষা করা লোকগুলো টিসিবির ট্রাক দেখে সেদিকে দৌড় শুরু করেন।কেউ উঠতে পারলেন, কেউ পারলেন না। ট্রাকভর্তি ক্রেতা নিয়েই গন্তব্যের উদ্দেশে চলছে। সঙ্গে দৌড়াচ্ছেন ক্রেতারাও। ক্রেতাবোঝাই ট্রাকটির গন্তব্য রেল ভবনের সামনে যাওয়ার আগেই থামাতে হলো। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয়েছে। তারপর দেওয়া শুরু হবে পণ্য। লাইনে দাঁড়াতে মানুষের হাপিত্যেশ অবস্থা। লাইনে নিজের জায়গা নিশ্চিত করতে মরিয়া কয়েকজন। নারীদের লাইনটি আলাদা। এখানেও প্রচণ্ড ভিড়। ভোজ্যতেল কিনে ভিড় ঠেলে বের হচ্ছেন এক ক্রেতা। ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য কিনে ট্রাকের কাছে স্বজনের জন্য অপেক্ষা করছেন একজন। দীর্ঘ সময় অপেক্ষার পর ডাল, চিনি, ভোজ্যতেল কিনে ভিড়ের মধ্য থেকে বের হচ্ছেন একজন।