ছবিতে পরীমনির আটক থেকে মুক্তি

র‍্যাব চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় গত ৪ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। মাদকের মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় তাঁকে। ৩১ আগস্ট তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। ১ সেপ্টেম্বর সকালে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আটক করা থেকে তাঁর মুক্তি পর্যন্ত নানা ঘটনা নিয়ে আজকের ছবির গল্প।

চিত্রনায়িকা পরীমনিকে ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়
 ছবি: সাইফুল ইসলাম
পরীমনিকে ৪ আগস্ট বাসা থেকে আটক করে র‍্যাব
ছবি: সাইফুল ইসলাম
পরীমনিকে ৫ আগস্ট আদালতে নেওয়া হয়
ছবি: দীপু মালাকার
পরীমনির নামের মাদকের মামলা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়
আদালতের লিফটে পরীমনি ৫ আগস্ট পরীমনি সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন
আদালত ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য ১৯ আগস্ট আদালতে নেওয়া হয়
চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য ১৯ আগস্ট আদালতে নেওয়া হয়
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর উৎসুক জনতার উদ্দেশে হাত নাড়েন চিত্রনায়িকা পরীমনি। ১ সেপ্টেম্বর সকালে
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর চিত্রনায়িকা পরীমনি। ১ সেপ্টেম্বর সকালে