চতুর্থ ধাপে ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হলো রোববার। ভোর থেকে ভোট দিতে লম্বা লাইনে দাঁড়ান মানুষ। ভোট উপলক্ষে কেন্দ্রের আশপাশে বসে নানা খাবারের পসরা। ভোটারের মন জয় করতে প্রার্থীদের ছিল নানা প্রচেষ্টা। কিছু কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের খবরও পাওয়া যায়। রোববারের চিত্র।

কেন্দ্রের পাশে বসেছে মেলা। সেখানে হাওয়াই মিঠাই বানানোর কাজ চলছে। খরসূতি এলাকা, বোয়ালমারী, ফরিদপুর।
ছবি: আলীমুজ্জামান
ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। খাতামধুপুর, সৈয়দপুর, নীলফামারী।
বিনা মূল্যে পান খাওয়ানো হচ্ছে। লাখাই, শিবপুর, হবিগঞ্জ।
কাঁধে নির্বাচনী প্রতীক ফুটবল আর হাতে হ্যান্ডমাইক নিয়ে গ্রামে গ্রামে প্রচার চালিয়ে যাচ্ছেন সদস্য প্রার্থী শ্যামল চন্দ্র। আলমদিঘী, বগুড়া।
নির্বাচনী বিধি অমান্য করে গোপন বুথে ঢুকে ভোট দিচ্ছেন একাধিক ব্যক্তি। ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, কড়ইচড়া, জামালপুর।
শারীরিকভাবে চলাচলে অক্ষম জিন্নাত আলী বিশ্বাস ভোট দিতে এলে ভ্যানগাড়িসহ ভোটকক্ষে নেওয়া হয় তাঁকে। ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন তিনি। আটঘরিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, আটঘরিয়া, পাবনা।
সকাল থেকে ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, গোপালগঞ্জ, সিলেট।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অযথা ঘোরাঘুরির অভিযোগে অনেককে আটক করে পুলিশ। উপজেলা কার্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
কিশোরগঞ্জের কটিয়াদীর জালালপুর ইউনিয়নের চর পুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়।