গোলপাতা সংগ্রহে বাওয়ালিরা

সুন্দরবনে গোলপাতা সংগ্রহের সময় নির্ধারণ করে দেয় বন বিভাগ। চলতি বছরে এ সময় শুরু হয়েছিল ৩০ জানুয়ারি। শেষ হয়েছে বৃহস্পতিবার। নির্ধারিত সময়ে বাওয়ালিদের মধ্যে ব্যস্ততা দেখা যায় বেশি। বনে গোলপাতা কেটে এক জায়গায় জড়ো করেন তাঁরা। খালে জোয়ারের পানি এলে তা নৌকায় তোলা হয়। এরপর সব গোলপাতা নিয়ে জমা করা হয় ‘কূপ’ নামের বড় নৌকায়। গত ১৭ মার্চ খুলনার দাকোপ উপজেলার কালাবগী ফরেস্ট স্টেশন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।
ভোরের আলো ফুটতে না ফুটতেই বাওয়ালিরা নেমে পড়েছেন কাজে। বন তখনো কুয়াশার চাদরে ঢাকা।
ভোরের আলো ফুটতে না ফুটতেই বাওয়ালিরা নেমে পড়েছেন কাজে। বন তখনো কুয়াশার চাদরে ঢাকা।
একেকটি নৌকায় থাকেন চার থেকে পাঁচজন বাওয়ালি।
গোলপাতা কাটতে গেছেন সঙ্গীরা। একজনকে রেখে গেছেন নৌকায়। সেখানে বসে খাবার পর্ব সারছেন তিনি।
জোয়ারের পানিতে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে বনের মাঝের খাল।
গোলপাতা কাটছেন একজন বাওয়ালি।
গোলপাতা জড়ো করা হচ্ছে। জোয়ারে খালের পানি বাড়লে নৌকা আসবে। এরপর গোলপাতা ওঠানো হবে নৌকায়।
নৌকায় করে গোলপাতা নিয়ে ফিরছেন বাওয়ালিরা।
কূপে তোলা হচ্ছে গোলপাতা।
গোলপাতা সংগ্রহের সময় বনের প্রায় প্রতিটি খালেই দেখা যায় এমন কূপ। গোলপাতা নিয়ে কূপগুলো ফিরে আসে জনবসতিতে।