কোম্পানীগঞ্জের বানভাসি মানুষ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন বন্যাকবলিত। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র, স্বজনদের বাড়ি, সড়ক, যানবাহনসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে মানুষ। সুপেয় পানি ও খাবারের অভাবে অনেকের যাচ্ছে মানবেতর সময়। আশ্রয়ের উদ্দেশে ছুটছে মানুষ।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে এখনো বইছে বন্যার পানি। ঝুঁকি নিয়ে চলছে মানুষ-যানবাহন। বর্ণী এলাকা।
ছবি: আনিস মাহমুদ
বন্যার পানিতে ভিজে গেছে মজুত করা চাল। আশ্রয়কেন্দ্রে তা শুকাচ্ছেন আনোয়ারা বেগম। তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র।
বেশির ভাগ দোকানপাট বন্ধ। জিনিসপত্র রক্ষার চেষ্টা করছেন কেউ কেউ।
ভেজা জিনিসপত্র নিয়ে নৌকায় আরেক বাড়িতে যাচ্ছেন পূর্ব বর্ণী এলাকার চমকিয়া বেগম। তিন দিন ধরে নেই খাওয়াদাওয়া। বর্ণী এলাকা
কোম্পানীগঞ্জের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে বন্যার পানিতে
ডুবে যাওয়া সড়ক দিয়ে আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছে একটি পরিবার
প্রায় ডুবে যাওয়া ভ্যানের শুকনো অংশে আশ্রয় নিয়েছে বিড়ালটি
মার্কেটের সামনে চলছে নৌকা
পানিতে ডুবে গেছে বিদ্যালয়টি
আশ্রয়ের উদ্দেশে অন্যত্র চলে যাচ্ছেন পরিবারের সদস্যরা