বর্ষায় সিলেটের সবচেয়ে বড় আকর্ষণ ‘রাতারগুল’। জলের ওপর এমন বনে রয়েছে একধরনের বুনো সৌন্দর্য। পর্যটকদের কাছে এর আবেদন অন্য রকম। হিজল-করচের নিবিড় মমতা রোমাঞ্চের শিহরণ জাগায় পর্যটকদের মনে। তাই জলে ভাসা রাতারগুল বন হাতছানি দেয় পর্যটকদের। টানা কয়েক দিনে বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবন। বাদলদিনে বুনো পরিবেশের এমন সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে সিলেটে বেড়াতে আসা পর্যটকেরা পরিবার-পরিজন নিয়ে পুরো বনের ভেতরে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ছবি: আনিস মাহমুদ
এ সময়ে যেমন রাতারগুলনতুন পানিতে প্রাণ পেয়েছে রাতারগুল। সেই পানিতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা পরিবার নিয়ে চলছে বেড়ানোরাতারগুলের এমন পরিবেশে মুগ্ধ হন অনেকেশুকনো মৌসুমে হাঁটা যায়। আর বর্ষার শুরুতে রাতারগুল থাকে জলবন্দীবনের ভেতর বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় চলছে রাতারগুল দেখানৌকায় বসে পানি ছুঁয়ে দেখছে পর্যটকবন্ধুবান্ধব মিলে রাতারগুল দেখতে এসেছেন তাঁরাবৃষ্টি থেমেছে; এবার ছবি তোলার পালাছাতা মাথায় নৌকায় করে বনের ভেতরে ঢুকছে একটি পরিবার বৃষ্টির মধ্যে পর্যটকদের বন ঘুরে দেখান রাতারগুলের মাঝিরা