চিঠিপত্র

৪৩তম বিসিএসে নন-ক্যাডারে আরো বেশি সুপারিশ চাই

গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল একত্রে প্রদানের উদ্দেশ্যে নন-ক্যাডারের পছন্দের একটি তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশ করে।

ইতিপূর্বে ক্যাডার ও নন-ক্যাডার তালিকা আলাদাভাবে প্রকাশিত হতো এবং বিসিএস পরীক্ষার মোট ১৫০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডারবঞ্চিত যোগ্য প্রার্থীদের নন-ক্যাডার তালিকা থেকে সরকারি চাকরিতে সুপারিশ দেওয়ার বেকারবান্ধব এক ঐতিহ্য চলমান ছিল।

বিগত ৪০তম বিসিএসে নন-ক্যাডার তালিকায় থেকে ৪৪৭৮ জনকে নিয়োগের জন্য পছন্দের তালিকা দেওয়া হয় এবং ৪১তম বিসিএসে ৪০৫৩ জনকে নিয়োগের জন্য পছন্দের তালিকা দেওয়া হলেও আশ্চর্যজনকভাবে ৪৩তম বিসিএস ভাইভায় অংশগ্রহণকারী চাকরি-প্রত্যাশীদের হতাশ করে বিপিএসসি কর্তৃক মাত্র ১৩৪২টি পদে নিয়োগের পছন্দের তালিকা দেওয়া হয়, যেখানে সাধারণ প্রার্থীদের জন্য নবম ও দশম গ্রেডের পদ মাত্র ৭৫টি।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভার জন্য যোগ্যতা অর্জন করেন ৯৮৪১ জন প্রার্থী। ক্যাডার পদে সুপারিশের পর প্রায় ৭ হাজার প্রার্থী ও তাঁদের পরিবারের আশা নন-ক্যাডার তালিকা হতে মেধার ভিত্তিতে তাদের যোগ্যতাকে মূল্যায়ন করে পূর্ববর্তী বিসিএসগুলোর ঐতিহ্যের ধারাবাহিকতায় অধিক সংখ্যক পদে সুপারিশ করবে বিপিএসসি।

এমতাবস্থায়, ৪৩তম বিসিএস প্রার্থীদের দাবি ১৩৪২ পদের নন-ক্যাডার চয়েজ লিস্ট যেখানে সাধারণ প্রার্থীদের জন্য নবম-দশম গ্রেডে মাত্র ৭৫টি পদ, এটি স্থগিত করে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ পরবর্তী নতুন করে অধিযাচনের মাধ্যমে নন ক্যাডার তালিকা হতে অধিকসংখ্যক প্রার্থীদের সুপারিশে ব্যবস্থা গ্রহণ করা হোক। অথবা প্রকাশকৃত তালিকায় সুপারিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হোক।

আমাদের এই দাবির প্রতি আপনার একান্ত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি।

নিবেদক
৪৩তম বিসিএস ভাইভা অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশী