চিঠিপত্র

ট্রেনের শিডিউল মানা হচ্ছে না

ট্রেনে ভ্রমণ বরাবরই স্বস্তিদায়ক ও সাশ্রয়ী। কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনের মুখে কিছুদিন ধরে ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা ব্যাপক ভোগান্তির স্বীকার হচ্ছেন।

ট্রেন চলাচল করছে বটে; কিন্তু কয়টার ট্রেন কয়টায় আসবে এবং কয়টায় ছাড়বে, এর কোনো নিশ্চয়তা নেই। স্টেশনমাস্টারের কাছে জানতে গিয়ে অনেক সময় তাঁর খোঁজ মিলছে না। আবার তাঁকে পাওয়া গেলেও তিনি সঠিক সময় বলতে পারছেন না।

এ কারণে দূরগামী যাত্রীরা ভীষণ বেকায়দায় পড়ছেন। বিষয়টি নিয়ে কারও কোনো মাথাব্যথা আছে বলেও মনে হয় না। মানুষের দুর্ভোগ লাঘব এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বাবু হক

সাপটানা বাজার, লালমনিরহাট