ঢাকা শহরে রাস্তার আশপাশে রয়েছে অসংখ্য দোকান। দোকানিরা রাস্তার একটা অংশ তাঁদের মনে করে ফুটপাতে দিব্যি ব্যবসা চালিয়ে নিচ্ছেন। এ কারণে সাধারণ মানুষ হাঁটতে গিয়ে পর্যাপ্ত জায়গা না পেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে হরহামেশাই।
আবার আমরা সড়ক অতিক্রম করার সময়ও দুর্ঘটনার শিকার হই। এর একটা দৃষ্টান্ত সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে। রাস্তা পার হতে গিয়ে আমরা অনেক সময় সতর্ক থাকি না। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান, সেটি আমাদের মনে রাখতে হবে। এ জন্য আমাদের রাস্তা পার হওয়ার সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত।
আমাদের সড়ক দুর্ঘটনাজনিত কারণগুলো চিহ্নিত করে সেই সম্পর্কে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। প্রশাসনেরও উচিত কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা নিরসন করা।
ইমরান ফয়সাল
শিক্ষার্থী, ঢাকা কলেজ