গ্রামে গ্রামে চারদিকে প্রতারণার ফাঁদ

দিনে দিনে দেশজুড়ে প্রতারণার ফাঁদ বেড়েই চলছে। অভিযোগ থাকলেও, নেই কোনো প্রতিকার। চারদিকে ভণ্ড-প্রতারকগণ প্রতারণার জাল পেতে বসে আছে। সেই জালে আটকা পড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছেন।

যেমন, মুন্সিগঞ্জ আড়িয়ল ইউনিয়নের দামপাড়া গ্রামে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রবেশ করে এক ব্যক্তি ৩ লাখ টাকা ঋণ দেবে বলে আশ্বাস দেয়। কিস্তিতে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ২ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পেতে হলে গ্রহীতাকে প্রথমে অগ্রিম ১৫ হাজার টাকা জমা দিতে হবে। গ্রামের সহজ-সরল কিছু নারী বিশ্বাস করে তাঁকে টাকা দিতে থাকেন। যে যা পারে ওই ব্যক্তিকে টাকা দিয়ে দেন। সেই ব্যক্তি ব্যাংকের ঠিকানাও বলে দিলেন, যাতে তারা সেখানে গিয়ে ৩ লাখ টাকা উঠিয়ে আনতে পারেন। পরের দিন তারা সেখানে গিয়ে দেখেন অফিস, ব্যাংক কিছু নেই।

আরেকটি ঘটনা ঘটে আউটশাহী ইউনিয়নে উত্তর আউটশাহী গ্রামে। এক সহজ-সরল লোকের কাছে ফোন আসে। ফোন দিয়ে বলা হয়,‘আপনি ২০ লাখ টাকা লটারিতে পেয়েছেন। ২০ লাখ টাকা পেতে হলে প্রথমে আপনাকে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে হবে। ২০ হাজার টাকা পাঠালেই আপনি পেয়ে যাবেন ২০ লাখ টাকা।’

সেই সহজ-সরল লোকটি তার পালিত গরু বিক্রি করে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর আর কোনো খোঁজ-খবর নেই। যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যা হোক, অনলাইনে পণ্য বেচা-কেনা থেকে শুরু করে, বিভিন্ন পত্র-পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে, উচ্চ বেতনে বিদেশে কোনো ভালো কোম্পানির কর্মের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, ফকির-কবিরাজের তন্ত্র-মন্ত্রের মাধ্যমে, সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করার মাধ্যমে, ফোন করে লটারি বিজয়ী হওয়ার কথা বলে, ঋণ দেওয়ার কথা বলে, বই প্রকাশ করে দেওয়ার কথা বলে বিভিন্ন কায়দায় এসব প্রতারণার ঘটনা ঘটছে। এসব প্রতারণা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যাতে আমরা কোনো লোভ-লালসায় না পড়ি।

যদি কেউ ফোন করে বলে আপনার ফোনে চার সংখ্যার একটি ম্যাসেজ গিয়েছে, সেই সংখ্যাগুলো কখনো বলবেন না। মনে রাখবেন, এর মাধ্যমে আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হবে বুঝতেও পারবে না।

অনলাইনে পণ্য কিনতে গিয়ে বা পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করুন। আমিও এমন চাকরির বিজ্ঞপ্তি পেয়ে ইন্টারভিউ দিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলাম। বিদেশ যেতে হলে অবশ্যই ভিসা চেক করে, কোম্পানি ভালো কিনা যাচাই করে যাবেন। অবৈধভাবে বিদেশে গমন করবেন না। অপরিচিত কারও সাথে লেন-দেন করবেন না। এক কথায় লোভ-লালসা থেকে বিরত থাকুন। যেখানে লোভ-লালসার প্রলোভন আছে, বুঝে নিতে হবে সেখানে কোনো ঘাপলা আছে।
নিজে সতর্ক হোন, অপরকে সতর্ক করুন।

শেখ সজীব আহমেদ
আউটশাহী, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ
মালদ্বীপ প্রবাসী