চিঠিপত্র

কুতুবদিয়ার বেহাল সড়ক

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার প্রধান সড়ক আজম রোডের অনেকাংশ এখন ভেঙে গিয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে ব্যাপক গর্ত হওয়ার কারণে যানবাহন চলাচল ও পথচারীদের জন্য চরম ঝুঁকি তৈরি হয়েছে।

প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও জনসাধারণ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকেন। এমন বেহাল সড়ক দিয়ে তাঁদের চলাফেরা করতে চরম ভোগান্তি হচ্ছে। সড়কটির এমন অবস্থার কারণে পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে। এ কারণে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রম চ্যালেঞ্জের সম্মুখীন। এ ছাড়া অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়িগুলোও বিভিন্ন এলাকায় যেতে পারে না।

তাই সংশ্লিষ্ট সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতি অনুরোধ, অবিলম্বে কুতুবদিয়ার প্রধান সড়ক আজম রোডকে সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হোক। দ্রুততম সময়ের মধ্যে সড়কটিকে মেরামত করা না গেলে এটি আরও বেহাল হয়ে পড়বে এবং মানুষের জীবন হয়ে ওঠবে আরও দুর্বিষহ।

আবদুল্লাহ নাজিম আল মামুন

কুতুবদিয়া