চিঠিপত্র

সড়ক দুর্ঘটনা নামক অভিশাপ কাটবে কবে?

মানুষের অস্বাভাবিক ও অপরিণত বয়সে মৃত্যুর অন্যতম কারণ হলো সড়ক দুর্ঘটনা। দিনদিন সড়ক দুর্ঘটনা মানুষের জাতীয় জীবনে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছে। সড়কে প্রতিবছর মারা যাচ্ছে হাজারো মানুষ। পঙ্গু হচ্ছে লাখ লাখ। ফলে অনেক পরিবার তাদের জীবিকা অর্জনের লোক হারিয়ে অসহায় জীবনযাপন করছে। পথেও বসেছে হাজারো পরিবার।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেলে থেকে জানা যায়, চলতি বছরের গত অক্টোবর মাসে ৪২৯টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের এবং আহত ৬৮১ জন। আবার এদের মধ্যে এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী।

সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কারণ নির্ধারণ করেন বিশেষজ্ঞরা। সেগুলো হলো, বেপরোয়া ও গতিসীমার অধিক দ্রুতগতিতে গাড়ি চালানো, ট্রাফিক নিয়মগুলো মেনে না চলা, চালকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব, চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, দালালের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ, তিন চাকার গাড়ি হাইওয়েতে চালানো, রাস্তার পাশে ফুটপাত দখল, রাস্তায় গাড়ি পার্কিং এবং ট্রাফিক পুলিশের অবহেলা।

অধিকাংশ দুর্ঘটনা ঘটে চালকের অসতর্কতা এবং অজ্ঞতার কারণে। ফলে এই বিষয়ে সতর্ক থাকতে গাড়িচালককে নির্দিষ্ট সময় পর পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করা এবং নিয়মকানুন মেনে গাড়ি চালানো উচিত। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রাইহান উদ্দিন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।