চিঠিপত্র

ভার্সিটির বাস চাই

ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলাস্থ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম প্রধান আকর্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই নরসিংদী জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। ঢাকার একদম পার্শ্ববর্তী জেলা হওয়ায় শিক্ষার্থীরা প্রতিদিন বাসে যাতায়াত করেই ক্লাস করতে পারেন।

প্রতিবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উক্ত জেলা থেকে প্রায় ষাটের অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় তিন শতাধিকের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ৩০০ এরও অধিক শিক্ষার্থীর জন্য ভার্সিটি থেকে মাত্র একটি ৪৫ সিটের বাস বরাদ্দ রয়েছে। ফলে অনেক কষ্ট করে আমাদের যাতায়াত করে ক্লাস করতে হচ্ছে। এমনকি মিড বা সেমিস্টার পরীক্ষা চলাকালীন বাসে তীব্র চাপ ও অসহনীয় গরম থাকায় অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। ফলে অনেকের পরীক্ষাও খারাপ হয়ে থাকে।

কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তখন বাসে শিক্ষার্থীদের চাপ আরও বৃদ্ধি পাবে। তাছাড়া বর্তমানে রাস্তাঘাটে যে পরিমাণ যানজট থাকে সে ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাতায়াত করাও সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন থাকবে তারা যেন অতি শিগগিরই আমাদের জন্য নতুন আরেকটি বাসের ব্যবস্থা করে দেন এবং উপরিউক্ত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন।

ফাহিম হাসনাত

শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়