চিঠিপত্র

চাকসু নির্বাচন চাই

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রতিষ্ঠার পরপরই শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় তৈরি করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

১৯৭০ সালে অনুষ্ঠিত হয় চাকসুর প্রথম নির্বাচন। এরপর প্রতিষ্ঠার ৫৮ বছর পার হলেও মাত্র ৬ বার অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচনের পর দীর্ঘ ৩৪ বছর কেটে গেলেও এ নির্বাচনের কোনো উদ্যোগ দেখা যায়নি কর্তৃপক্ষের মধ্যে। ফলে অচলাবস্থায় আছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই সংসদটি।

শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা, শিক্ষার মান, অধিকার আদায়ে নেতৃত্ব প্রদান, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে জাতীয় জীবনে ও রাজনৈতিক পরিমণ্ডলে অবদান রাখতে সক্ষম ব্যক্তিত্ব তৈরির মূল কেন্দ্রবিন্দু ছিল চাকসু।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে অন্যান্য সংগঠনগুলোর নির্বাচন আয়োজন করলেও চাকসু নির্বাচনে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। বর্তমানে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা দাবি তুলেছেন ছাত্রসংসদের কার্যকরের বিষয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে ও সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃষ্টি আকর্ষণ করছি।

রেফায়েত উল্যাহ

শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়