চিঠিপত্র

অন্ধকার ফুটপাত

চট্টগ্রামের দামপাড়া থেকে ওয়াসা রোডের আসা–যাওয়ার ব্যস্ততম সড়কের একটি ফুটপাত। পাশে বাওয়া স্কুল থাকায় খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। দীর্ঘদিন ধরে ঢিলেঢালাভাবে কাজ চলছে।

এবড়োখেবড়ো রাস্তায় অনেকটা জায়গাজুড়ে ডিভাইডার পড়ে আছে। পরিতাপের বিষয় হলো সন্ধ্যা হলেই অনেকটা আতঙ্কের মধ্যেই মানুষের চলাফেরা করতে হয়। কেননা, এখানে সড়কবাতির কোনো অস্তিত্ব নেই।

সিডিএ অথবা চট্টগ্রাম সিটি করপোরেশন এটা দেখার দায়িত্ব কার? আকুল আবেদন থাকবে আগামী দিনগুলোয় বড় কোনো দুর্ঘটনা যাতে না হয়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

সেলিম আহমেদ

চট্টগ্রাম