পুকুর ভরাট

চলতি বছরের তাপপ্রবাহ অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন, বৃক্ষনিধন, প্রকৃতির স্বাভাবিকতা বিনষ্টকরণ ইত্যাদি।

নতুন করে বৃক্ষরোপণ এবং জলাশয় ভরাট বন্ধে ব্যাপক জনমতও গড়ে উঠেছে। কিন্তু কিছু প্রভাবশালী এর মধ্যেই চালাচ্ছে বৃক্ষনিধন, জলাশয় ভরাটের কাজ।

বগুড়া শহরের কামারগাড়ি রেলগেট–সংলগ্ন একটি পুকুর ভরাট করে সম্প্রতি প্লট আকারে বিক্রি করে দেওয়া হয়েছে। পাশে একই ব্যক্তিমালিকানাধীন আরেকটি পুকুর ভরাট করা হচ্ছে। পুকুরপাড়ের গাছগুলোও কেটে ফেলা হয়েছে।

ব্যক্তিমালিকানাধীন হলেই যে কেউ ইচ্ছেমতো যা তা করতে পারে না। পুকুরের মালিক অতি প্রভাবশালী, প্রতিবাদ করার কেউ নেই। পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসনও উদাসীন। জানি বগুড়া শহরে অনেক পরিবেশবাদী সংগঠন আছে। কারোরই কি কিছু করার নেই?

গোলাম আবদুস সোবহান

কামারগাড়ি রেলগেট, বগুড়া