চিঠিপত্র

কক্সবাজারের জলাবদ্ধতা

তুমুল বৃষ্টির কারণে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে শহরের প্রায় ৯০ শতাংশ এলাকা। ডুবে গেছে হাজারো ঘরবাড়ি। আর জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় সড়কের নিচের নালা পরিষ্কার না করা। নালায় বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য, ময়লা-আবর্জনা এবং পাহাড় কাটার মাটি জমে থাকায় পানি চলাচল করতে ব্যাহত হয়।

যার কারণে শহরের প্রধান সড়ক ও উপসড়কগুলো পানিতে ডুবে থাকে। সড়কে পানি জমে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পর্যটক বা যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। স্থানীয় মানুষদের রাস্তায় বা বাজার-ঘাটে চলাচল করতে ব্যাহত হওয়ায় খাবার ও জরুরি চিকিৎসা সেবায় সংকট দেখা দেয়।

তাই সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা পরিচ্ছন্নতা কর্মকর্তাদের প্রতি অনুরোধ, শহরের মহাসড়ক ও উপসড়কসহ বাজার-ঘাটের প্রত্যেকটা নালা-নর্দমা পরিষ্কার করার পদক্ষেপ নেওয়া হোক। আর বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে সরকারি বা সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে সহায়তা করার ব্যবস্থা করা জরুরি।

আব্দুল্লাহ নাজিম আল মামুন

শিক্ষার্থী