চিঠিপত্র

কমলনগর উপজেলার বেহাল সড়ক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বহুল পরিচিত দোপাড়া রোড নামে রাস্তাটির অবস্থা খুবই করুণ। এটি তোরাবগঞ্জ ও চর কাদিরা ইউনিয়নের সংযোগ সড়ক। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা।

দুটি ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। প্রতি বর্ষায় বৃষ্টির পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়। এ কারণে অসহনীয় জনদুর্ভোগের সৃষ্টি হয়। আর শুকনো মৌসুমে ধুলাবালুর চরম বিড়ম্বনা।

ওই এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী হওয়ায় তাঁদের কৃষিপণ্য রপ্তানিতে একমাত্র মাধ্যম এ রাস্তা। এ ছাড়া রাস্তায় সৃষ্ট দুর্ভোগের ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সড়ক বিভাগ ও কমলনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহবুবুর রহমান

শিক্ষার্থী, সরকারি কবি নজরুল কলেজ