চিঠিপত্র

স্টেশন চালু চাই

১৯৫২ সালে খুলনা-দর্শনা রেলপথটি চালু করা হয়। তখন এ রেলপথে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনসার বাড়ীয়া নামক রেলস্টেশনটি চালু করা হয়।

পার্শ্ববর্তী ১১টি ইউনিয়নের মানুষ স্টেশনটি ব্যবহার করে যাতায়াত ও দেশের বিভিন্ন স্থানে কৃষিপণ্য পরিবহন করে থাকেন। সর্বশেষ গত ২০১৮ সালের ৫ জুলাই জনবল সংকট দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

স্টেশনমাস্টার না থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। উভয় পাশে প্ল্যাটফর্ম না থাকায় ট্রেনে উঠানামা করতে গিয়ে যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমতাবস্থায় এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে স্টেশনটির অবকাঠামো উন্নয়নসহ স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হোক।

হৃদয় হাসান

শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা