চিঠিপত্র

ছুটির দিনে পরিবহনে অন্যায্য ভাড়া

সাধারণ ছুটি, দুই ঈদসহ অন্যান্য উৎসবের ছুটিগুলোতে গণপরিবহনের চালকেরা প্রতিদিনের সাধারণ ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। এ ছাড়া রাতের বেলায় চলাচলের সময় চালকেরা রাতে গাড়ি চালানোর অজুহাত দেখিয়ে বা রাস্তায় সমস্যা ইত্যাদি বলে অতিরিক্ত ভাড়া দাবি করে।

ন্যায্য ভাড়ার চেয়ে অতিরিক্ত দাবি কখনো সমীচীন নয়। অন্য এলাকার কেউ বা অপরিচিত কাউকে পেলেও সুযোগে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেই। এমনিতেই তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগের শেষ নেই।

এর মধ্যে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অতএব যাত্রীদের দুর্ভোগ লাগব করার পাশাপাশি ন্যায্য অধিকার রক্ষার্থে চালকদের কর্তৃক সংঘটিত হওয়া অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম