চিঠিপত্র

এই বর্ষায় বেশি বেশি গাছ লাগান

এ বছর গরমের তীব্রতা কতখানি তা বলে বোঝানো যাবে না। গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এই গরম কমানোর জন্য দরকার বেশি বেশি বৃক্ষরোপণ করা। আর বর্ষা মৌসুম হলো বৃক্ষরোপণেরএকটা উপযুক্ত সময়। এ সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। যার কারণে গাছ তাড়াতাড়ি বড় হয়।

বৃক্ষ যে আমাদের কত উপকার দেয় তা বলার বাইরে। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরেও আমরা একটি গাছ লাগাতে চাই না।

অন্যদিকে প্রতিবছর যে পরিমাণ গাছ কাটি সে পরিমাণে কিন্তু আমরা গাছ লাগাই না। ফলে আমাদের চারপাশে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশে বনভূমি থাকা প্রয়োজন ২৫ ভাগ। কিন্তু বনভূমি আছে অনেক কম। হাইকোর্ট একটি রায়ে বলেছেন, ১টি গাছ কাটলে ১০টি গাছ লাগাতে হবে।

জনস্বার্থে একান্ত প্রয়োজন হলে অনুমতি নিয়ে দু-একটি গাছ অপসারণ করা যাবে। তবে কাটার আগে গাছ লাগাতে হবে। তাই আমার প্রত্যকে যদি এই বর্ষায় একটি করে গাছ লাগাই তাহলেও আমাদের দেশে সবুজে ভরে উঠবে। তাই আসুন অন্তত একটি করে গাছ লাগাই আর পরিবেশ বাঁচাই।

আল মামুন

এসইএল মডেল একাডেমি, চাঁদপুর