চিঠিপত্র

বন্যায় বিশুদ্ধ পানি

বন্যার কারণে এখন সবচেয়ে বেশি দেখা দিয়েছে খাবার পানির সংকট। আমরা জানি পানির অপর নাম জীবন। কিন্তু সেটা যদি বিশুদ্ধ না হয় তাহলে সে পানি পান করলে নানা ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াবে।

বন্যর কারণে দুর্গত এলাকায় টিউবওয়েলসহ বিশুদ্ধ পানির বিভিন্ন উৎসও ক্ষতিগ্রস্ত। ফলে এমন সময় খাবার পানির সংকট হওয়াটা স্বাভাবিক। অন্যদিকে একজন মানুষের দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হয়। এর ব্যতিক্রম ঘটানো তো কখন সম্ভব নয়।

আর যদি বিশুদ্ধ পানি পান না করি তাহলে তো ডায়রিয়া, কলেরা, আমাশয় প্রভৃতি পানিবাহিত রোগে আক্রান্ত হতে হবে। তাই আমাদের জানতে হবে কীভাবে পানি বিশুদ্ধ করতে হয়। যেমন পানি ফুটিয়ে পান করা বা ফিটকিরি ব্যবহার করে খাবার পানি বিশুদ্ধ করে পান করা। আর এসব ক্ষেত্রে আমরা যদি সচেতন থাকি তাহলে সম্ভব এসব সমস্যা মোকাবিলা করা।

আল মামুন

এস ই এল মডেল একাডেমি, চাঁদপুর