চিঠিপত্র

বাউবি শিক্ষার্থীদের পরিচয় সংকট দূর করার উদ্যোগ নিতে হবে

দেশের সর্বস্তরের শিক্ষাকে সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী ১৯৯২ সালের ২০ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জন্ম। এখানে এসএসসি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস (সিটি ক্যাম্পাস ঢাকা) ও আউটার ক্যাম্পাস (স্টাডি সেন্টারসমূহ) দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে।

ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোর্ড বাজারে প্রায় ৩৫ একর জমির উপর নান্দনিক দৃষ্টিনন্দনসম্পন্ন বাউবির মূল ক্যাম্পাস অবস্থিত।

বাউবিতে অনার্স ও মাস্টার্সের অনেকগুলো প্রোগ্রাম চালু রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই সব প্রোগ্রামের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর বহুমুখী সমস্যার সম্মুখীন হন এবং নানা প্রশ্নে জর্জরিত হন। কীভাবে পড়ানো হয়, কোথায় পড়ানো হয়, নানা নেতিবাচক প্রশ্ন এমনকি সনদের মান নিয়েও প্রশ্ন তোলা হয়। যার ফলে একজন শিক্ষার্থী প্রায়ই পরিচয় সংকটে ভোগেন।

তেতো হলেও সত্যি, ৩২ বছরে একটা সরকারি বিশ্ববিদ্যালয় এখনো শিক্ষার্থীবান্ধব হয়ে গড়ে উঠতে পারেনি। শিক্ষার্থীদের হয়রানি, প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার, দুর্নীতি এই সব নেতিবাচক ঘটনা বাউবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ৭০ হাজার টাকায় আইনের সনদ জালিয়াতির ঘটনা আরো বাজে অবস্থা তৈরি করেছে।

এখানে একটা কথা না বললেই নয়, গাজীপুর মূল ক্যাম্পাসে ৩৫ একরের বিশাল জায়গা অকেজো করে রাখা হয়েছে। এত বড় ক্যাম্পাস, এত সুন্দর জায়গা অথচ সেখানে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অদ্যাবধি একটা একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষার্থীদের জন্য মূল ক্যাম্পাসে পাঠদানের কোনো ব্যবস্থা করা হয়নি।

আমরা শিক্ষার্থীরা চাই, অনতিবিলম্বে বাউবিকে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলা হোক, মূল ক্যাম্পাসে একাডেমিক ভবন নির্মাণ করা হোক এবং শিক্ষার্থীরা যাতে এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে গর্বের সঙ্গে নিজেদের পরিচয় প্রদান করতে পারে তার সকল কার্যক্রম গ্রহণ করা হোক। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে শিক্ষার্থীবান্ধব দুর্নীতিমুক্ত আধুনিক বাউবির নবযাত্রা এইখান থেকেই শুরু হোক।

মো. লিটন হোসেন

শিক্ষার্থী, আইন প্রোগ্রাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়