সাতক্ষীরার জলাবদ্ধতা দ্রুত দূর করুন

১২ হাজার মানুষ পানিবন্দী

আমাদের দেশে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে পলি পড়ে নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়া। বৃষ্টির পানি নদী ও খালে-বিলে নিষ্কাশিত হতে না পারলে জলাবদ্ধতা দেখা দেয়। তাই যথাসময়ে নদী ও খাল–বিল খনন করতে হবে। এ দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। কিন্তু প্রায়ই দেখা যায়, পাউবো তাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। নদী ও খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করার কারণেও জলাবদ্ধতা দেখা দেয়। নেট-পাটা দিয়ে যাতে কেউ মাছ চাষ করতে না পারে, তা দেখার দায়িত্ব উপজেলা প্রশাসনের। আর পয়োনিষ্কাশনব্যবস্থা ঠিক করার দায়িত্ব পৌরসভার। বোঝাই যাচ্ছে সাতক্ষীরা সদর উপজেলায় তিনটি কর্তৃপক্ষের কেউই ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। করলে চার মাস ধরে এসব এলাকা জলাবদ্ধ হয়ে থাকত না। আসলে জবাবদিহির অভাবই এর পেছনের মূল কারণ। দায়িত্বে অবহেলার জন্য যদি তাদের জবাবদিহি করতে হতো বা কঠিন শাস্তি পেতে হতো, তাহলে এ রকম পরিস্থিতির সৃষ্টি হতো না।

আমরা চাই সাতক্ষীরা সদর পৌরসভা, স্থানীয় পাউবো ও উপজেলা প্রশাসন দ্রুত তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হবে। তাহলেই দূর হবে সেখানকার জলাবদ্ধতার সমস্যা।