টেকনাফে গ্রেপ্তার পিয়নের ভাষ্য উদ্বেগের

রাতারাতি ধনী হওয়ার লোভ

সম্পাদকীয়
সম্পাদকীয়

নেশার জগতে ইয়াবার ‘জনপ্রিয়তা’ এখন গগনচুম্বী। এই নেশাবটিকা মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ‘আমদানি’ হয়। গত কয়েক বছরে টেকনাফে অস্বাভাবিক দ্রুততায় অসংখ্য সচ্ছল মানুষ অতি ধনী হয়েছে। বহু দরিদ্র আকস্মিক ধনী হয়ে উঠেছে। বিপুলসংখ্যক দারিদ্র্যক্লিষ্ট কুঁড়েঘরের পোতায় কারুকার্যময় কোঠাবাড়ি প্রতিস্থাপিত হয়েছে। এই আর্থিক পরিবর্তনের নেপথ্যে ইয়াবা কারবার মূল ভূমিকা রেখেছে বলে একটি ধারণা জনমনে প্রতিষ্ঠা পেয়েছে।

এই মরণনেশাদ্রব্য বিকিকিনির মধ্য দিয়ে সবারই যে ধনী হওয়ার বাসনা পূরণ হয়েছে, তা নয়। অর্থবান হওয়ার ও সচ্ছলতার লোভে এই কারবারে জড়িত হয়ে বহু মানুষ স্বখাতসলিলে ডুবেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অনেকেই জীবন হারিয়েছে।

সচ্ছলতা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। মূলত এই আদিম রিপুর তাগিদেই মানবসভ্যতা এগিয়েছে। কিন্তু সচ্ছল থাকার ইচ্ছা এক কথা, আর তার জন্য কাণ্ডজ্ঞানবিস্মৃত হওয়া আরেক কথা। সর্বনাশের কথা হলো, অর্থের লোভে টেকনাফের কিছু সাধারণ মানুষ কী মাত্রায় কাণ্ডজ্ঞানবিস্মৃত হয়েছে, তা প্রথম আলোর একটি প্রতিবেদনে স্পষ্ট হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, টেকনাফে ২০ হাজার ইয়াবা বড়িসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পিয়নকে পুলিশ গ্রেপ্তার করার পর তিনি বলেছেন, তাঁর চোখের সামনে রিকশাওয়ালা, গাড়িচালক, দিনমজুরসহ অনেকে ইয়াবার কারবারে জড়িয়ে রাতারাতি বড়লোক বনে গেছেন। এতে তিনিও হঠাৎ বড়লোক হওয়ার জন্য ইয়াবা কারবারে জড়িয়েছেন। দীর্ঘ ২২ বছর তিনি টেকনাফসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেছেন। সেই চাকরিলব্ধ উপার্জন তাঁকে যে সম্মানজনক জীবিকা দিয়েছিল, তাতে তিনি সন্তুষ্ট থাকতে পারেননি। প্রতিবেশী দরিদ্রের আকস্মিক উত্থান তাঁকে বিচলিত করেছে।

প্রশ্ন হলো, ওই পিয়নের কাণ্ডজ্ঞানবিস্মৃতিতে যেসব হঠাৎ ধনী হওয়া ব্যক্তি উদ্দীপক হিসেবে কাজ করেছেন, তাঁদের বিষয়ে নজরদারি কর্তৃপক্ষের ভাষ্য কী হতে পারে। দৃশ্যমান কোনো বড় ব্যবসা বা অন্য কোনো কর্মসংস্থানে যুক্ত না হয়েও একটি মাদক কারবার অধ্যুষিত এলাকায় দরিদ্র মানুষের হাতে অস্বাভাবিক পরিমাণে অর্থ আসছে কীভাবে, অবশ্যই তা খতিয়ে দেখার বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে কিছু করার থাকে না—পুলিশ বা প্রশাসনের এ ধরনের গৎবাঁধা ভাষ্য এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আলোচ্য গ্রেপ্তারকৃত পিয়নের ভাষ্য যে গভীর উদ্বেগের, তা অনুধাবন করা দরকার। মনে রাখা দরকার, শুধু ওই পিয়নের চোখের সামনেই রিকশাওয়ালা, গাড়িচালক, দিনমজুরসহ অনেকে ইয়াবার কারবারে জড়িয়ে রাতারাতি বড়লোক বনে যাননি। আরও অনেকের চোখের সামনেও ঘটনাগুলো ঘটছে। তারাও যে একই উদ্দীপনায় ইয়াবার কারবারে নামবে না, সে নিশ্চয়তা কে দেবে?