পানিসংকট দূর করার উদ্যোগ নিন

গারো ও হাজং গ্রাম

চৈত্রের দাবদাহে পানির আধার শুকিয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ কষ্টে আছে। যেমনটি আমরা দেখছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে। শুকিয়ে গেছে ছড়া, ঝরনা ও কুয়ার পানি—যেগুলোর ওপর সেখানকার বাসিন্দারা নির্ভরশীল। এমনকি অল্প যে কয়েকটি অগভীর নলকূপ আছে, সেগুলোতেও কয়েক মাস ধরে পানি আসছে না। এমন পরিস্থিতিতে সেখানকার প্রতিটি ঘরে এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার। গৃহস্থালি কাজের জন্য পানি আনতে সকাল-বিকেল ছুটতে হচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, কলমাকান্দার আটটি ইউনিয়নের মধ্যে লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে প্রধানত গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানকার প্রায় ৩৫টি গ্রামের ১৮ হাজার মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে পানির অভাবে। খালে পর্যন্ত পানি শুকিয়ে গেছে। গোসল, গৃহস্থালি ধোয়ামোছা, গরু-ছাগল গোসল করানোসহ তাদের খাওয়ার পানির সংকট চরমে পৌঁছেছে। গারো ও হাজংদের অনেক পরিবার দরিদ্র হওয়ায় পানির কারণে আরও বেশি কষ্টে পড়েছে তারা। শুকনো মৌসুমে এসব গ্রামে পানির সংকট পুরোনো, এবারের দাবদাহে সেটি আরও বেড়েছে। সেখানকার বাসিন্দাদের আক্ষেপ, সরকার সব উন্নয়ন করছে, কিন্তু গারোদের পানির দুঃখ দূর করছে না। স্বাধীনতার ৫০ বছরেও বিশুদ্ধ পানি পান করতে পারল না তারা।

পাহাড় ও পাথরের কারণে নলকূপ বসানো কঠিনতর। এরপরও সেখানে কয়েকটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু সেগুলো পর্যাপ্ত নয়। খারনৈর ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, এসব জায়গায় হাজার ফুটের বেশি গভীর নলকূপ বসাতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। সরাসরি উপজেলা প্রশাসন উদ্যোগ নিলেই কেবল দ্রুত সময়ের মধ্যে পানির সমস্যা মিটবে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত প্রয়োজনীয় সমাধান মিলবে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এসব অঞ্চলে পানির সমস্যা দূর করা হবে।

পানির সংকটের কারণে ছড়া বা টিলার নিচের অগভীর কূপের ময়লা পানির ওপর নির্ভর করতে হচ্ছে গারো ও হাজংদের। বছরের পর বছর এভাবে চলতে পারে না। স্থানীয় প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নিন। সেখানকার পানির সংকট নিরসনে প্রকল্পের কাজটি শেষ করুন।