হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই ২০১২)
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই ২০১২)

আহসান হাবীবের লেখা

হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর হেটারদের নিয়ে কথা বলছি কেন

আজ ১৩ নভেম্বর, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। প্রতিবছর এই কথাসাহিত্যিকের জন্মদিন-মৃত্যুদিনে নানাজন নানা কথামালায় তাঁকে স্মরণ করেন। দু-একজন এ সময় অবশ্য তাঁকে নিয়ে বিদ্বেষমূলক লেখাও লেখেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর ছোট ভাই ‘উন্মাদ’ সম্পাদক ও রম্যলেখক আহসান হাবীব হুমায়ূনকে নিয়ে নিজের ফেসবুকে একটি লেখা লিখেছেন। সেখানে প্রাসঙ্গিকভাবেই এসেছে হুমায়ূন-হেটারদের প্রসঙ্গ। আহসান হাবীবের অনুমতি নিয়ে প্রকাশিত হলো ওই লেখাটি।

তিন ভাই মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব ও হুমায়ূন আহমেদ

সানগ্লাস পরা এক লোক হঠাৎ রাস্তায় আমাকে থামাল।
: আপনি হুমায়ূন আহমেদের ভাই না?
: হ্যাঁ।
: আপনাকে একটা কথা জানাতে চাই।
: কী কথা?
: আমি তাঁকে দুচোখে দেখতে পারি না।
বলেই তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাওয়া। আমি আর কী বলব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই লোকটাকে আবার দেখলাম একদিন, একটা গাছের নিচে দাঁড়িয়ে তার সানগ্লাস খুলে রুমাল দিয়ে মুছছে। আমি খেয়াল করলাম, তার একটা চোখ নষ্ট। মানে তিনি ‘ওয়ান আইড ম্যান’। বেচারা! হুমায়ূন আহমেদকে দুচোখে দেখবে কীভাবে। খুবই স্বাভাবিক।

আরেকবার আমি একটা টংদোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ঝড়ের বেগে এক লোক এসে আমার পাশে বসল। সেই একই প্রশ্ন,
: আপনি হুমায়ূন আহমেদের ভাই না?
: হ্যাঁ।
: কিছু যদি মনে না করেন, একটা কথা বলতে চাই।
: বলুন।
: আমি...আমি হুমায়ূন আহমেদকে হেট করি। কারণ, তিনি বাংলা সাহিত্যকে ধ্বংস করেছেন।
: খুব স্বাভাবিক, সবাই যে হুমায়ূন আহমেদকে পছন্দ করবে  তার কোনো কারণ নেই। তাঁর হেটার থাকতেই পারে। তবে আপনি একটা কাজ করতে পারেন। আমি বললাম তাঁকে।
: কী কাজ?
: হুমায়ূন-হেটারস অ্যাসোসিয়েশন বলে একটি সংঘ নাকি আছে। আপনি তার সভাপতি পদে জয়েন করেন। শুনেছি, ওই পোস্টটা এখনো খালি আছে। কী বলেন?
হঠাৎ আমাদের পেছনে হো হো করে কে যেন হেসে উঠল। আমি পেছনে তাকিয়ে দেখি এক তরুণ হাসছে, সে নিশ্চয়ই আমাদের কথাবার্তা শুনেছে এবং মজা পেয়েছে। লোকটা একবার আমার দিকে, একবার ওই তরুণের দিকে তাকাল। তারপর...যেভাবে ঝড়ের বেগে এসেছিল, এবার উল্কার বেগে ছুটে বেরিয়ে গেল।

হুমায়ূন আহমেদ

আজ হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর হেটারদের নিয়ে কথা বলছি কেন। বরং একটা সুন্দর ঘটনা বলি। বাবর রোডের বাসার চিলেকোঠার ঘরটা ছিল আমার। সেখানে পড়াশোনা করতাম। বড় ভাই হুমায়ূন আহমেদ সেখানে এসে সিগারেট খেত। সিগারেটের প্যাকেটটা ওখানেই থাকত। একদিন রাত ১২টার দিকে এল। প্যাকেটের ভেতরে তিনটা সিগারেট ছিল, একটা খেয়ে বাকি দুটো ছিঁড়ে ফেলল।
: কী করলে?
আমি অবাক হয়ে বলি।
: আর সিগারেট খাব না।
বলে সে গম্ভীর মুখে চলে গেল। রাত একটার দিকে আবার এল। আমি তখনো পড়ছি। কারণ সামনে এসএসসি পরীক্ষা। রাত দুইটা পর্যন্ত পড়ি। এত রাতে তাঁকে দেখে অবাক হলাম। সে ইতস্তত করে বলল-
: ইয়ে শাহীন (আমার ডাক নাম শাহীন), এখন কি দোকান খোলা পাওয়া যাবে? একটা সিগারেট খেতে পারলে...
তার চেহারার অবস্থা দেখে মায়া লাগল।

আহসান হাবীব

আমি বেরোলাম। জানি সব দোকানপাট বন্ধ। তারপরও যদি একটা-দুটো দোকান খোলা পাওয়া যায়। সবচেয়ে কাছের দোকানটাই খোলা পাওয়া গেল। বললাম, পাঁচটা ব্রিস্টল সিগারেট দেন (সে তখন ব্রিস্টল সিগারেট খেত)।
: এত রাতেও দোকান খোলা যে?
আমি জিজ্ঞেস করি।
: স্যার, প্রতিদিন দুইবারে আমার কাছ থাইকা পাঁচটা পাঁচটা কইরা সিগারেট নেয়। আইজ নিল না দেইখাই দোকান খোলা রাখছিলাম। বলে দোকানি হাসলেন।
আহা, কত মানুষ তাঁকে ভালোবাসত, এখনো বাসে হয়তো। কিছু হেটার হয়তো আছে, থাকুক। কে জানে একদিন তাঁরাও হয়তো তাঁকে ভালোবাসবে... আর না বাসলেই-বা কী। এমারসনের একটা সুন্দর কথা আছে, ‘তোমরা আমাকে ঘৃণা করেছিলে বলেই বুঝতে পেরেছি ভালোবাসা কী গভীর...!’
শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ...আমাদের দাদাভাই।