ভেনাস উইলিয়ামস
ভেনাস উইলিয়ামস

দেশে – বিদেশে

বের হয়েছে টেনিস তারকা ভেনাস উইলিয়ামসের নতুন বই ‘স্ট্রাইভ’

ভেনাস উইলিয়ামসকে বলা হয় টেনিস কোর্টের রানি। টেনিসে আকাশছোঁয়া সাফল্য  পাওয়ার পর এবার সেই সফলতার গল্পকে মলাটবদ্ধ করেছেন এই টেনিস তারকা। লিখেছেন স্ট্রাইভ: এইট স্টেপস টু ফাইন্ড ইয়োর অসাম নামের একটি বই, যাতে তাঁর অবিশ্বাস্য ৩০ বছরের ক্যারিয়ারকে তুলে ধরা হয়েছে।

ভেনাস উইলিয়ামস বইটিতে সফলতার জন্য আটটি মূলনীতির কথা বলেছেন। এগুলো হলো পর্যবেক্ষণ, প্রশংসা, ভারসাম্য, নিজেকে সমৃদ্ধ করা, শান্ত থাকা, বিশ্বাস, অনুপ্রাণিত হওয়া ও প্রচেষ্টা।

তবে বইটিতে ভেনাস উইলিয়ামস কেবল তাঁর সফলতার জন্য এই আট বিষয়ই লেখেননি, বরং তুলে ধরেছেন নিজের দর্শন।

অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ভেনাস উইলয়ামস। এ ছাড়া একক ও দ্বৈত উভয় ক্ষেত্রেই একসময় বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন ভেনাস। ক্যারিয়ারে বহুবার তাঁকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। কিন্তু এসবে কখনো তিনি ভেঙে পড়েননি। নিজের খেলা চালিয়ে গেছেন এবং সফল হয়েছেন। স্ট্রাইভ: এইট স্টেপস টু ফাইন্ড ইয়োর অসাম বইয়ে এসব গল্প লেখা হয়েছে সবিস্তার। এটি ভেনাস উইলিয়ামসের দ্বিতীয় বই। তাঁর প্রথম বই কাম টু উইন ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।

স্ট্রাইভ: এইট স্টেপস টু ফাইন্ড ইয়োর অসাম বইটি প্রকাশিত হয়েছে ১০ সেপ্টেম্বর। প্রকাশক অ্যামিস্টাড প্রেস।

সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস

গ্রন্থনা: রবিউল কমল