অন্য আলো নির্বাচিত ছোট্টগল্প-২০

সম্বল

‘চোখে পানি নাই ক্যান?’

এ কথা জিজ্ঞেস করে কুৎসিত একটা গালি দিল ফৈরন। সে শুধু ‘মাগি’ শব্দটা উদ্ধার করেছে। এরপরও কিছু বলল না। বাসার ছাদ পলিথিনে ঢাকা। স্বল্প পরিসরের জায়গা। মৃত ছেলেটা মাটিতে। কইতরির কান্না আসছে না। ছেলেটাকে ওষুধ দিয়ে মুরাদপুর ওভারব্রিজে বসে থাকত প্রতিদিন। কামাই–রোজগার ভালোই হতো।
রাতে ওষুধ এনে খাওয়াত সকালে। ডিসপেনসারির লোকটা বলেছিল, ‘বেশি অষুদ খাওয়াইলে মইরা যাইতে পারে!’
কিন্তু কইতরির অন্য উপায় ছিল না। এই নিদানকালে এভাবে ছেলেটা চলে যাবে, সে ভাবতে পারেনি। পথঘাটে এখন আর বসা যায় না। পুলিশ তাড়ায়।
ফৈরনের কথাগুলো বিষ ছড়ায় কানে।
‘পোলাডারে তো পাইছস রাস্তায়, পেডের পোলা অইলে সইয্য করতি ক্যামনে?’

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব, এটা আপনারা অন্য আলোডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি–পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]